উবায়েদুল্লাহ ফেরদৌসি ক্যান্সার হসপিটাল লটারী ড্র ফলাফল
পিওএফ ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল লটারী ড্র ফলাফল
প্রফেসর (ডাঃ) ওবায়েদুল্লাহ-ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক দেশের দুস্থ, অসহায় গরীব জনগোষ্ঠির ক্যান্সার আক্তান্ত রোগীদের স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও 100 শয্যা বিশিষ্ট বিশ্বমানের ক্যান্সার নিরাময় হাসপাতাল নির্মানের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে 75000 লটারি টিকিট বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
কিভাবে কিনবেন লটারীঃ
বর্তমানে আধুনিক যুগ যার ফলে আমরা সবকিছুই এমনকি সব ধরণের তথ্য হাতের নাগালেই পাই তেমনি এখন আর লটারী কিনতে কোন প্রকার দূর্ভোগ পোহাতে হয় না। আপনি আপনার মোবাইল ফোনের ডায়েল এর মাধ্যমে কিনতে পারবেন। শুধুমাত্র ম্যাসেজ অপশনে গিয়ে POF লিখে 16329 নাম্বারে পাঠিয়ে দিন, হয়ে গেলো আপনার লটারী কেনা। আপনার লটারী কেনার পর কোম্পানী কর্তৃক ফিরতী মেসেজ আসবে সেখানে আপনার লটারী নাম্বার লেখা থাকবে। এই মেসেজটি যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। কারণ পরবর্তী কার্যক্রম আপনাকে এই নাম্বার দিয়ে ই করতে হবে।
লটারীর মূল্য এবং বিজয়ীদের পুরস্কার সমূহঃ
প্রতিটি লটারীর মূল্য মাত্র 20 টাকা। প্রথম পুরস্কার 30 লক্ষ টাকা সহ সর্বমোট 50 লক্ষ টাকার 639 টি পুরস্কার। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
লটারীর ড্র এর তারিখ ও ফলাফল প্রকাশঃ
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লটারী বিক্রয় হবে 17/02/2019 ইং তারিখ থেকে 02/04/2019 ইং তারিখ পর্যন্ত । লটারী এর ড্র এর তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 27/04/2019 ইং তারিখে। আপনারা মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে, পত্রিকা মাধ্যমে এবং আমাদের সাইটেও লটারী ফলাফল জানতে পারবেন। সবার আগে লটারীর ড্র এর ফলাফল জানতে আমাদের সাথেই থাকুন।
বিঃদ্রঃ উপরে উল্লেখিত তারিখ প্রতিষ্ঠান চাইলে পরিবর্তন ও করতে পারে। তাই নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন এবং প্রতিদিনের আপডেট খবর জানুন।