jsc exam suggestion and question paper 2018 download

jsc exam suggestion and question paper 2018 download

Jsc Examination 2018 Question paper

Regarding all the JSC examinations of 2018, the best wishes and best wishes We'll bring you some new suggestions for your convenience, which can reduce the stress of your education. If you carefully study these suggestions carefully then you are hopeful that your benefit will come. we published here all jsc 2018 examination model question paper for all students. 


English 1st Paper Suggestion:
1. Write a paragraph about “Tree Plantation”.
2. Write an e-mail to your friend congratulating him on his/her brilliant success.

English 2nd Paper Suggestion:
1. Write a paragraph: “A Rainy Day”        
2. Write a letter to your friend/father describing him about your preparation for the JSC Examination
3. Write a composition: “ Your aim in life”

বাংলাদেশ ও বিশ্বপরিচয়ঃ
১। অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়?
২। ১১৭৬ এর দুর্ভিক্ষ বলতে কি বোঝায়?
৩। বাংলার ঔপনিবেশক শাসনের একটি কারণ লিখ?
৪। বাংলার শিক্ষা বিস্তারের আধুনিক জ্ঞান চর্চার সূচনা করেন কারা?
৫। কারা দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
৬। জাতীয় পরিষদের অধিবেশন যোগদান করার ৪টি পূর্বশর্ত কি?
৭। বঙ্গবন্ধু কিভাবে গ্রেফতার হয়?
৮। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষনায় বঙ্গবন্ধু কি বলেছিলেন?
৯। মুজিবনগরে সরকারের কার্যক্রমকে কয়ভাগে ভাগ করা যায় ও  কিকি?
১০। এক ও সাত নম্বর সেক্টর কোন কোন জেলায় অবস্থিত ছিল?


বিজ্ঞানঃ
ক) মানুষের বৈজ্ঞানিক নাম কি?
খ) অ্যানিমেলিয়া জগতের প্রাণিদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
গ) নিডারিয়া পর্বের একটি প্রাণির নাম লিখ।
ঘ) নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণিতে থাকে?
ঙ) ‘সমুদ্র-শশা’ কোন পর্বের প্রাণি?
২। শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা লিখ।        
৩। অ্যানিমেলিয়া জগতের শ্রেণিবিন্যাস লিখ।

বিজ্ঞানঃ 2
১। আলোর প্রতিফলন কাকে বলে?
২। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বুঝ?
৩। সংকট কোণের সংজ্ঞা দাও।
৪। অ্যাকুয়াস হিউমার কাকে বলে?
৫। মানুষের ইন্দ্রিয় কয়টি?

বিজ্ঞানঃ 3
১। ক্যামেরা ও চোখের পার্থক্য লিখ।
২।ক্যামেরার বিভিন্ন অংশের নাম লিখ ও আলোর প্রতিসরণের শর্তগুলো উল্লেখ কর।
৩। প্রতিসরণের দুটি বাস্তব প্রয়োগ দেখাও।
৪। অপটিক্যাল ফাইবার সম্পর্কে লিখ।
৫্ চোখের বিভিন্ন অংশের ব্যাখ্যা দাও।



সাধারণ গণিতঃ
১। ৭,১৬,২৫,৩৪,৪৩,.........................।
ক. ২৫ এবং ৩৪ কে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ কর।
খ. তালিকার ২০তম সংখ্যাটি নির্ণয় কর।          
গ. তালিকার ১ম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।          
২। কোন আসল ৪ বছরে মুনাফা আসলে ৬০০০ টাকা এবং ৬ বছরে মুনাফা-আসলে ৬৫০০ টাকা হয়।
ক. ৪ বছরের মুনাফা কত?
খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর।          
গ. একই হার মুনাফায় ৩ বছরে উক্ত আসলের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?   

৩। ৪৫,৪২,৬০,৬১,৫৮,৫৩,৪৮,৫২,৫১,৪৯,৭৩,৫২,৫৭,৭১,৬৪,৪৯,৪৬,৬৭,৬৩,৭০,
৫৯,৫৪,৪৬,৪৩,৫৬,৫৯,৪৩,৬৮,৫২।   
       
ক. শ্রেণি ব্যবধান ৫ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় কর।         
খ. শ্রেণি ব্যবধান ৫ ধরে গণসংখ্যা সারণী তৈরী কর।         
গ. সমাধান কর:          
3x+2y = 60
7x-2y = 10  

বাংলা প্রথম পত্রঃ
১) অতিথীর স্মৃতি গল্পে অতিথী কে?
২) কুঞ্জ শব্দের অর্থ কী?
৩) “কাজী নজরুল ইসলাম ” কত সালে মৃত্যুবরণ করেন?
৪) জাতীয় কবির লেখা একটি কাব্যগ্রন্থের নাম লিখ।
৫) “দাদ” শব্দের অর্থ কী?
৬) “লালন শাহ’ কত সালে জন্মগ্রহন করেন?
৭) “হিন্দু ধর্ম” থেকে খ্রিষ্টান ধর্ম গ্রহন করে কোন কবি?
৮) “লালন শাহের” গরুর নাম কী?
৯) “মক্ষিকা” শব্দের অর্থ কী?
১০) “বর” শব্দের অর্থ কী?

বাংলা দ্বিতীয় পত্রঃ
ক. ভাষা কাকে বলে?
খ. কীভেদে ভাষার রুপভেদ দেখা যায়?
গ. পৃথিবীতে কত হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে?
ঘ. পৃথিবীতে প্রায় কত কোটি লোকের মাতৃ ভাষা বাংলা?
ঙ. ভাষা কত প্রকার ও কী কী?
চ. ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়?
২. ভাব সম্প্রসারণ লিখ।       
“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”।

বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রঃ
জ্ঞানমুলক প্রশ্ন-১৫

১। ’আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে  গৃহীত হয়েছে?
২। জামদানি কারিগরের বসবাস কোন গ্রামে?
৩। নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত ঋতু কোনটি?
৪। কোন জেলার কাঠের নৌকা বিখ্যাত?
৫। কোন গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে?
৬। মানুষ এবং প্রাণী অমর নয় উক্তিটি কার?
৭। কবিরাজের বয়স কত?
৮। কার কোন দুঃখ নেই?
৯। নিয়ম মেনে ও ফুল কীভাবে ফুটে ওঠে?
১০। সব সুন্দরই কী?
১১। কে সাম্যের গান গায়?
১২। কোন যুগ বাসি হয়েছে?
১৩। কারা হৃদয় উপাড়ি দিল?
১৪। “আবার আসিব ফিরে” কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
১৫। কবি নবান্নের দেশে কোন বেশে আসবেন?

১৬। ভাসম্প্রসারণ লিখঃ-        
ক) জ্ঞানহীন মানুষ পশুর সমান।


Tags: jsc exam paper, jsc question paper, jsc 2018 final question paper, Junior school certificate examination question paper, model question paper, exam suggestion, download all question paper, search JSC question paper, JSC model Question Paper.
Previous Post
Next Post
Related Posts

0 comments, facebook: