ও স্বপ্ন তুমি সত্যি হয়ে যাও | O Shopno Tumi Sotti Hoye Jaw |
হাজার কষ্টর মাঝেও তোমাকে ভালোবাসি
তুমি কখনো হবে না আমার জানি
তাই একা একা হাজার কষ্ট বুকে
জমা রেখে একা একা হাসি
তুমি হয়ে গেছো অন্যের, নেই তুমি আর আমার
আমার আকাশে মেঘ দিয়ে
বানিয়ে দিলে কেন অচেনা এক কষ্টের পাহাড়
আমি তো তোমাকে ভুলতে পারি না,
প্রতিনিয়ত তোমাকেই মনে পড়ে
কি করে বাঁচবো বলে দিয়ে যাও
কি দোষ ছিলো আমার
কি ভুল ছিলো আমার
কেন যন্ত্রণা দেয় আমায় আজো সৃতি গুলো তোমার
Download